অবজ্ঞা ,অবিচার ,আঘাত কিংবা কলহে -
সৃষ্ট ,চিত্তে বিদ্ধ হয়ে অহোনিশি ...
যে 'ক্ষত ','দাগ 'চিহ্ন এঁকে যায় ,
জন্ম নেয় ক্ষোভ যন্ত্রণার এক অবিনাশী জগত ।
সেই জগতের যিনি বাসিন্দা ;
গুরু তর্জন ভাবে নাকাল চিত্তের ক্ষিয়মাণ -
জ্বালা শুধু সেই -ই বোঝে ।
এসব কুলাচারে নিত্য রোদন ঝরে -
তলাটে তাপিত আসমুদ্র দিগন্ত জুড়ে ,
যে প্রলয়ঙ্করী ঝড় বহে ,মনজগতে ;
'ক্ষত ','দাগ 'তা কী বিলীন হবে ।
মোছা যাবে কোন কিছুতে ?
রয়ে যাবে নিরন্তর বিমূঢ সাজে ।
মনুষ্য কিংশুক হবে ?
দর্পের দোষে দুষ্ট হবে ?
ভেবে দেখেছি ,অন্দরে অন্তর্বেদনার অশুভ প্রলয় -
এক সময় শিল্প হয়ে ওঠে ;
যে শিল্প অদৃশ্য ,স্পর্শহীন ...
নাকাল দেহ বয়ে বেড়ায় ,
আজীবন ।
স্মৃতির দর্পনে বারবার খোঁচা দেয় ,
জাগিয়ে তোলে মনের উদ্বেগ -
খেলা করে ,তখন ভেসে যায় ,
হারিয়ে যায় ,জীবন সংসারের মোহ ।
ধৈর্য ,প্রার্থনায় হয়তো স্বস্তি মেলে ...
কিন্তু মনোরথ ,মন্থর পথের -
পথিক হয়ে পথ চলে ,
ঠিকানাবিহীন গন্তব্যে ।