অান্তকেন্দ্রিক গন্ধ নাকে
জ্যোত্স্না নাহি
পাই,
সবুজ পাতা ধূসর হলো
আস্তাকুঁড়ে
ঠাঁই।


প্রেমের নামে "খেলা"করে
মিথ্যেয় ভরা
মন,
ভবের মাঝে সাদা-কালো
কোন্ সে খাঁটি
জন!


অর্থবিত্ত অাভিজাতে
বিলীন করছে
সব...
মনে ভাবে, কেউ দেখে না
'দেখে শুধু
রব। '


মোহের তরে ভোগবিলাসী
হচ্ছে যারা
ভাই,
চিতায় তারা দগ্ধ হবে
বাঁচার উপায়
নাই।


ছদ্মবেশী ও পিপাসি
নীরজা পথে
অায়,
তোদের চলার পথে শুধু
উদাস চোখে
চাই।


ব্যথা দিয়ে পাবি কী সুখ
ভাবছিস কাটবে
ক্ষণ,
দিন ফুরালে নিশি যাবে
ওরে অবুজ
মন।