কি বা হবে লিখে বন্ধু
ক্ষুব্ধ সমীর বুক,
যেদিকে চাই আঁধার ঘোলা
হারায় গেছে সুখ !!


নিত্য নতুন ছলে হায়না
কাড়ছে মুখের গ্রাস,
পাল্টে গেছে সমাজ চিত্র
সর্বত্রই আজ ত্রাস!!


রোষানলে পুড়ছে মানুষ
অন্ধ বধির চোখ,
ফক্কিনীর পুত নেতা হইছে
অহঙ্কারী লোক!!


খায় খায় করে গিলছে সবই
সবুজ বন শূন্য,
ডাল-ভাত এখন দুর্নীতিটা
পকেট হয় পূর্ণ!!


মেধা যোগ্য কথার কথা
টাকায় সবই হয়,
মূল্যবোধ আর নৈতিকতা
ঝড় ঝঞ্ঝায় ক্ষয়!!


রবের কাছে হাতটা তুলে
করো মোনাজাত,
ধ্বংস ওদের নির্মূল করো
শেকড় শুদ্ধ জাত!!