রক্তিম আভা অধর যুগল
দ্রাক্ষারসে সিক্ত,
সাধু-সন্ন্যাস কে বা আছে
নয় গো তোমার ভক্ত !


মোহন রূপের সাগর তুমি
ক্লান্তি জুড়ায় স্নানে ,
উজাড় করে দিয়েও তুমি
শ্রেষ্ঠ সৌরভ ঘ্রাণে !!


মায়া -স্নেহ ভালোবাসায়
স্নিগ্ধ উষ্ণ নারী ,
কত লেখা ছন্দে-দ্বন্দে
সব গিয়েছে ছাড়ি ।


তুমি আমার কাব্যসম্ভার
দিবানিশির বাঁধন ,
বিরহে মন ছন্নছাড়া
পাই না খুঁজেও রসন !!