চিত্তের অন্ধ চাহিদাগুলো •••
মাঝে-মধ্যেই দৃশ্যায়ন চায় ,
জীবনের শ্লথ পথে !
নতুন কাপড়ের খসখসানি শব্দ শুনে ,
ফুলের প্রাণ জুড়ানো গন্ধের সৌরভে ,
প্রাণবন্ত উচ্ছ্বল হাসির সুরেলা ধ্বনি ,
কিংবা অনুভবে খুঁজে •••
প্রফুল্লচ্ছটার সমুদ্র সৈকত !!
ভাবে যাদুকরী শক্তির ছোঁয়ায় -
সনাতন ধ্যানে মশগুল আবেগী সমীর ,
এবার পালে হাওয়া দেবে ।
জনশূন্য ফসলের মাঠে বসন্তের দোলা উঠবে ,
বেদনার আভা মুছে গিয়ে স্নিগ্ধ -
আলোময় সূর্যের উত্তাপে ,
স্বর্ণালী প্রভাতের প্রত্যাশায় -
মধুর সঙ্গীত বেজে উঠবে !
গালে আর গ্রীবায় খেলবে •••
নিঃশ্বাসের ছন্দময় বর্ণ !!
ব্যাকুল ক্ষণের কম্পিত স্বাদ ,
অশ্রুসিক্ত হিয়ায় হারিয়ে যায় নিত্য •••
নির্ঝরের মত কলকলিয়ে !
নৈঃশব্দের গহনে •••
বরফ গলা নদী বহমান
সময়ের মসৃণ-কণ্টক পথ ধরে !!