বিধাতা আমায় কাঁদাও কেনো রে মারো  কেনো বলো তুমি,
সইতে পারি না ঝড়ো সমীরণ কতো সইবো গো আমি !
বুকের ভিতর জ্বলজ্বল করে তুষের  আগুন  দেখো...
দয়া চাবো না করুণা চাই না নীরব তুমি যে থাকো !  


তুমি খেলো শুধু অসহায় যারা তোমায় 'ভরসা  'মানে...
তুমি যে দয়াল দয়ার সাগর এ কথাটিও যে জানে।
শোকের আবাস জ্বলে ধিকিধিকি সব সয়ে  যায় শুধু,
জানে মানে তাঁরা তোমার বিহন মরুভূমিময় ধু-ধু !


ভাঙ্গা নিবাসে কিরণ  দাও গো দু'টি  হাত অামি তুলি...
ক্ষমা করো মোরে মনে রেখো তুমি তোমার প্রেমে-তে দুলি।
পরীক্ষা আর কতো দেবো বলো শেষ কবে হবে হায় ,
ও অন্তর্যামী এ ভুবনে শুধু তোমার করুণা চাই ।