বলি হলেন অলি মিয়া I
চোরা গলির ফাঁদেতে,
অবদান সব মুছে গেলো
ধিক্কার যতো কাঁধেতে।


পুকুর তো ভাই ঠিকই অাছে
মাছ-ই গেছে কিছুটা !
ভক্ষক যদি খেয়ে ফেলে
ধরে কী লাভ পিছুটা!!


কতো রকম খেলা হবে
নরপিশাচের ঝুলিতে,
অাক্কেল গুড়ুম অামজনতা
অাঁতকানো বুলিতে।


মেলা হবে ভেলকিবাজির
ইন্দুধনুর ধরাতে,
চেতনাতে জাগতে হবে
দুর্ভেদ্য যা সরাতে।