শকুন -হায়নার লড়াই চলে
রক্ত খাওয়ার নেশায় ,
ঘাপটি মেরে বসে আছে
নানান রকম পেশায় ।
'সেবা ' এখন যাদুঘরে
অতীত বুকে মিশে ,
পদের মার্কা গায়ে মেখে
অসহায়দের পিষে !
বুকে হাতটা দিয়ে রে ভাই
বলতে তুমি পারো ?
ধান্ধাবাজির নানান মাত্রায়
সম্পদ নাহি গড়ো !
কে বা দেখবে নিত্য দশা
অবক্ষয়ের মাঝে ,
মহাব্যস্ত পন্ডিত সবে •••
উঁকুন তোলার কাজে !!
এ দশাতে আর কতকাল
সইতে হবে সব-ই ,
যার যা খুশি করেই যাবে
লুটপাট যেনো 'হবি !'
বলবো কাকে বাঁচতে হবে
বাঁচার মত করে ,
ফনিমনসার কাঁটা বিঁধে
রাস্তা কিংবা নীড়ে !!!