সুখের দেশে চল্ রে মনা সবুজ বেশে চল্ ,
মনের গহীন মর্মব্যথা লুকাস কেনো বল্ ।
মিথ্যার মাঝে জীবন গেলো বালুচরে ঘর ,
বুঝলি নারে পথে পথে আপন কে বা পর ।


মেতে আছি মোহের তরে মনের মাঝে ঝড় ,
অন্ধ আমি দেখার দোষে আত্মার স্বজন পর ।
গুণিজনে কাঁদে একা নীরব কাটে ক্ষণ ,
দুস্থের কথা ক'জন বুঝে দিঘি জলে মন ।


দুরাশাতে থাকিস কেনো শঙ্কা কাটবে না ,
ষোলকলায় মত্ত থেকে গন্ধ যাবে না ।
ছেঁড়া দড়ি জোড়া দিলে কাজটা হয় তো হয় ,
মনটা ভাঙ্গলে সুনীল আকাশ স্তব্ধ সমীর বয় ।


নেশাগ্রস্ত হলে প'রে জীবন বৃথা যায় ,
মিষ্টি বচন ধৈর্য ধরে সাধন কর রে ভাই ।