নিশির নিস্তব্ধতায় ক্ষরণের বিজল স্রোতে ,
সাঁতরাতে গিয়ে ডুবে মরি ,
গহীন অরণ্যে.. রুদ্ধ করিডোরে,
চিত্তের বহ্নিশিখা দাউ দাউ করে জ্বলে নিরত।
কত জোছনার অতলে অাঁধার সুপ্ত,
ডাষ্টবিনের দুর্গন্ধ মেকি প্রচ্ছদে ,
বর্ণিল সাজে ; কে বুঝবে তারে।
প্রহর দিন টপকে যুগ পেরিয়ে অশ্বের তালে ,
গতিতে কারায়ত্ব তাদের সুখ শান্তি স্বাধীনতা -
হীন কৌশলে অাকাশ খায় বাতাস খায়,
প্রকৃতির সকল মাধূর্য লজ্জা পায়,
তবুও তারা নির্লিপ্ত উদাস স্বার্থে জাগ্রত।
সবুজ শুকায় বিবর্ণ হতাশায় ,
রুদ্ধশ্বাসে দম অাটকায় তবুও -
বেঁচে থাকে ঘুরে দাঁড়ায় অজানা অচেনা,
দুরাশার হাতছানিতে শত শত,
কোটি জনতা ; লাশ হয়ে ,
কঙ্কাল হয়ে পচে গলে ,
ওদের কোপানলে রাহুগ্রাসে ।
প্রসুপ্ত বিবেক.....
শুধু প্রতীক্ষা .. যার শেষ নেই!!!