মনটা আজি ভালো নাইরে
বিষাদ-হতাশ ভরা,
সূর্যের কিরণ যাচ্ছে কমে
বিবর্ণ এই ধরা!


উল্টো রথের চাকা যখন
সোজা পথে চললো,
জ্যোৎস্নার আলোয় সবুজ বাংলা
সুখের 'শান্তি'ভরলো।


সেই রথ আবার ঘুরছে দেখি
অজানা পথ ধরে,
ক্ষোভ-যন্ত্রণায় ভারি আকাশ
মনটা বড়োই পোড়ে।


সত্য খুঁজে চোখটা বুঁজে
উল্টা-পাল্টা বনে,
বুঝতে ব্যর্থ কোন বা মোহে
সখ্যতা কার সনে?


সক্ষমতা.. . হচ্ছে না ম্লান
বুঝবে তারা কবে,
শঙ্কার মাঝে আমজনতা
আর কতকাল রবে?


শব্দালঙ্কার মুখে মুখে
কর্ম ছেড়ে দেখি,
তোয়াজ করেই দিন হেঁটে যায়
"আসল", কোথায়.. . মেকি!