সহজ ছড়া
সুখটা কীরে সুখের সংজ্ঞা
বলতে পারো কি ?
চাপা কান্না কেউ দেখে না
বৌ-স্বামী বা ঝি ।


শিউলি ফুলের মতোন করে
ঝরে যাবে সব ,
ক্ষনিক মায়ার ভবের সংসার
খেলায় শুধু রব ।


এই ভালো তো এই যে আঁধার
সবুজ শ্যামল বন ,
জীবন তরী রহস্যময়
ধোঁয়াশায় রয় মন !


দিন চলে যায় মেঘের মত
স্মৃতিতে ভরা ,
দুঃখ-হাসি ভেসে ভেসে
দেয় নিত্য ধরা ।