জ্বলছে চিত্ত পুড়ছে তনু পঁয়ত্রিশ বছর ধরে ,
ওগো দয়াল মিছে মায়া নিয়ে যাও না মোরে !
উজাড় করে দিয়ে গেলাম নিঃস্ব রিক্ত আমি,
কণ্টক জ্বালা হেলা নিত্য মানটাও গন্ধ ভূমি !


কী দোষেতে জুলুম করে কালনাগিনী মোরে ,
সুবাস পাইনি অন্তর্দাহ তুষের আগুন নীড়ে ।
পথের কাদা লেপটে দিচ্ছে শেষ বয়সেও এসে ‘
একা থাকি নির্জন বনে রোগে শোকে বসে ।
ঔরস যারা তাদের জন্য শত গালি সহি ,
বলো না আমায় না বলা সব কার কাছে রে কহি ?
অস্তগামী সূর্যের পানে অপলকে চেয়ে ...
আবার বলি অনেক হয়েছে যাও না মোরে নিয়ে !