সোহান , এক যুবকের নাম ।
মেধা -জ্ঞান-মননে কিংবা চিন্তা -চেতনে ;
অনন্য ,তারুণ্যে উছল উদীপ্ত ।
জানো ,সুবাস -স্নিগ্ধ পুষ্পকানন ছেড়ে -
মায়া -ছায়ার ঠাঁই ভুলে 'নৈসর্গিক সুখানুভূতি'র স্পর্শ ছেড়ে ,
দূরে অন্ধকার জগতে বুদ হয়ে -
থাকে ,দিন যায় ,মাস আসে ;বছর ঘুরে নিয়মে ।
অবক্ষয়িত অচেনা জগত্‍ ,তার প্রিয় !কেনো ..?
কেনো ,এমন হলো ?নেশার বাষবাষ্পে দগ্ধ ,
ক্রমশঃই আলো থেকে উছলে
অমাবশ্যার গহনে বোধহীন মৃত্যুর দ্বারপ্রান্তে ,'সুখ 'খোঁজে !
এমনটি তো হবার কথা নয় ।
পিতা -মাতার স্নেহ ছিলো ,সবুজ শ্যামল ছায়া ছিল ...
তবে !তবে কী দারিদ্র্য তাকে ঠেলে দিলো ,
শিক্ষাঙ্গনে ,সমাজে বৈষম্যের ছোঁয়ায় -
নাকি হায়েনা রূপী সতীর্থের নিবিড় সান্নিধ্য ;যা রহস্যে ঘেরা !
নাকি পিতা -মাতার মাত্রাহীন কলহের ফসল ?
নাকি দৃশ্যমান রাজনীতির অশুদ্ধ বাতাস -
বঞ্চনা ,নিপীড়ন ,অবজ্ঞার বিশেষণে ,
ক্লান্ত পথিক 'সোহান 'অশুভ ছোবলে -
চিরহরিত্‍ ভুবন ছেড়ে অন্যভুবনে ?
যাঁতাকলে পিষ্ট হচ্ছে ,বলির পাঠা হয়ে ?
তোমরা কী জানো ,এ সমাজে 'সোহানের ',সংখ্যা কত ?
কেনো প্রতিদিন এক একটা সোহান জন্ম নিচ্ছে ?
বলতে পারো .আর কত সোহান
তিমির রাজ্যের বাসিন্দা হবে ?
মূল্যবোধ ;অপসংস্কৃতির মায়াজালে ঘূর্ণিত হবে ?
এক একটা সোহানের জন্য -
কত ঘর ভেঙ্গে তছনছ হচ্ছে ,
মা -বাবা 'র বুকফাটা আহাজারিতে সকাল রাত হচ্ছে ,
তাঁদের অশ্রুজল যদি জমা করা যেতো ...
হতো সাগর ,তুমি বিশ্বাস করো ?
আতঙ্ক -উত্‍কন্ঠা বুকে লয়ে নির্ঘুম নিশি -
পথ চলে একা ,তুমি দেখো ?
সবুজ সোহানদের বাঁচাতে হবে -
তাদের দুর্বার যৌবন আজ বার্ধক্যে !
কালসাপের নিরন্তর ছোবল থেকে
তাদের কাছে নিয়ে শূন্যতার রোনাজারি ...
জানতে হবে ,শুনতে হবে ।
নইলে হারিয়ে যাবে অসংখ্য 'সোহান ',ভয়াবহ পরিণতির দিকে ।
এসো হাতে রাখি হাত -
বৈষম্য ,অবক্ষয় রোধে
সকল অশুভ শক্তির বিরুদ্ধে
তাদের রুখতে ।
এসো ঘুরে দাঁড়াই -
একটি সুখি ,সুন্দর সবার জন্য
বাসযোগ্য বাংলা গড়তে ,
এসো ,বন্ধু ...এসো ,
সোহান না ,আমার তোমার -ই সন্তান ,
এদেশের আগামীর ভবিষ্যত ।