দেখবে সবে এ দুনিয়ায়
কত রকম পাগল,
নিজকে যারা বড় ভাবে
তারা একটা ছাগল!


ফক্কিন্নীর ছা চাকরি পেয়ে
জাতে উঠলো যখন,
নিম্ন শ্রেণীর কর্মীটাকে
তুচ্ছ করে তখন!


মেধা শূন্য ছাগলানীতে
ভরা অফিস পাড়া,
ছলা কলা রঙ তামাশায়
বসরা হচ্ছেন হারা!!


কেউ দেখে না করছে টা কী
সময় দিচ্ছে পাড়ি,
টাকা কামায় কাড়ি কাড়ি
অনেক বদের তাড়ি!


গাড়ির বহর ভেল্কিবাজি
নানান ফাঁদের খেলা,
আমজনতা হতাশ চোখে
দেখছে তাদের মেলা!!


শোকে কাতর ক্লান্ত হিয়া
দূর পানে চায় আঁখি,
বেলা শেষে চোখের জলে
স্বপ্ন দেখে ফাঁকি!


যাদের শ্রমের বাংলা মাগো
সবুজ শ্যামল ছায়া,
গোধূল লগ্ন নাহি চাই আর
মনুষ্যত্ব জাগুক ভায়া।