ভেসে ভেসে নোংরা পথে
সাধন হবে না ,
সহজ-সরল পথটাই আসল
চিনেও চিনলে না !!
এ দুনিয়ায় কত খেলা
রবে না আর দিন ,
মানুষ সৃষ্ট পথটা দেখো
সদাই রয় রঙ্গিন !
পাপ সাগরে সুধা মিলে
সেই সুধায় মজে ,
মাতাল আছি ভবের বেশে
যাবেই সব খসে !
কিসের সময় কিসের সাধন
বুঝতে হবে ভাই ,
যৌনাচারে পূর্ণ্যি মেলে ?
আজব বলি তাই !
গন্ধ পথটি ছেড়ে এসো
মুক্তি পেতে চাও ,
বৈঠা ধরো শক্ত হাতে
সোজা চলে যাও !
যে পথে তে গেছে সুজন
করুণার নায়ে ,
কণ্টক থাকলেও শান্তি আছে
প্রশান্তির ছায়ে ।