সেদিনও কুয়াশায় ঢাকা ছিল সাঁঝ বেলা-
ঝরে ছিলো সৌরভ ,এই সেই বকুল তলে !
উষ্ণ সান্নিধ্যে স্বর্গীয় নৈসর্গিক সুধায় -
সিক্ত ছিল তনু-মন !
প্রহর হেসেছিল দুষ্টু-মিষ্টি প্রভায় ...
গোলাপি অধরের চঞ্চলতায় !
শব্দ আর ছন্দে রচিত হয়েছিল ,
গীতিকবিতা !


অথচ এখন ...
কত যুগ পরে ,সব-ই স্মৃতি !
বানে-ভাসা সময়ের যাঁতাকলে অনাবাদী প্রহর -
অনুর্বর !!
অরুনরাঙা চিত্তে একাকী এসে বসি ,
রোজ পরানপাখির ছোঁয়া মাখা বকুল তলে !
উদাস আঁখি মেলে ,
চেয়ে থাকি দূর সীমানায় -
বেসুরো ছায়াতরু বনে ...


আজও কুয়াশা ঝরে ,সাঁঝ নামে ---
স্নিগ্ধতায় ভরে প্রকৃতি ,
জীবন-আবেগ অমর !
শূন্যতায় ঝরে ঝরনাধারা ...
স্মৃতির বকুল তলে !!!