নির্ভীক কূলের নির্যাস পেতে
কত যে ঢেউ পাড়ি দিলাম ,
ঝড়-ঝঞ্ঝাতে অটল থেকেও
বাসনার স্বাদ নাহি পেলাম !
বর্গি দেখি কত সাজে
মুখ কিলিয়ে কথা বলে ,
বৈঠা ধরে তারাই আজি
হেলেদুলে পথে চলে !!
বিন্দু থেকে সিন্ধু কারা
পোতারোহী সেজে দেখো ,
খগান্তক আজ নদীর বুকে
মাছ শিকারী মনে রেখো ।