সেই থেকে একা •••
গূঢ় টলানো ইতিবৃত্তের মর্মর ধ্বনি -
নাই বা হলো বলা ,
শুধু এটুকুই জেনো ,
ওম প্রহর আজ বিষন্নতা -ক্লান্তির -
মেঘে ঢাকা ,স্যাঁতসেঁতে সমীরে ;
বর্ণহীন ,ভাষাহীন ,ধূসর !
কাটে কিংশুক তটে ।


প্রজাপতিমন ওড়ে ,ঘুরে ;ধূপশিখা -
নীহারিকা প্রোজ্জ্বল হয়েও ,
তমাস্বীনি নিদ্রাহীন হিয়ায় -
গত হয় ,এক এক করে ।
পূর্ণিমার সকল জ্যোতি ,
শবের যন্ত্রণা মেখে থাকে ,
কুঞ্জ-কাননে ।


কেনো বলতে পারো ?
তানপুরা ,বেসুর !
তটিনীর বুকে খেয়া ভাসে -
মাঝিহীন হয়ে অজানার পথে ?
ধমনীর শিরায় বহমান সাতরঙা স্রোত ,
নির্জীব -অসাড় !!
চূর্ণ-বিচূর্ণ সাধের শরৎ সন্ধ্যা !!!


অঙ্ক কষি না ,জানি চির অমোঘ যা ,
তা তো সত্য ,তাই নিজেকে সপেছি ---
ভাগ্য বিধাতার হাতে ,
বেঁচে রবো ,যতক্ষণ আয়ূ -
স্ফটিক চিত্তে ,
নীঝর যতোই ঝরুক !!