প্রচ্ছন্ন নয়নে আমি বার-বার চাই,
মন-রাজ্যে চুপে হেরি একাকী তোমায়;
জীবন্ত সেই চেহারা মর্ম-আয়নায়।
কল্পিত জগতে যবে পর্যটনে যাই
নিজের মতন করে তোমাকে সাজাই।
ভেতরের চক্ষু সদা তব স্পর্শ চায়,
স্বপ্নের দর্পণে দেখি নিত্য ক্ষণদায়;
অদম্য ইমোশনের সুবাতাস পাই।

বাইরের যবনিকা অদৃশ্যে ভেদিয়া
অপলক চেয়ে থাকি বদনে তোমার;
হিয়া ছোটে তব পানে পাঁজরা ছেদিয়া।
মিশে আছে বহু স্বপ্ন নয়নে আমার,
রেখেছি সে অক্ষিপটে আলেখ্য বাধিঁয়া,
সে চোখের নেই তন্দ্রা, নেই কোনো দ্বার।