শীতের অন্তে নব বসন্তে বৃক্ষ নুয়েছে ফুলে,
শাখীর শাখায় প্রকৃতি-পাখায় তাজা কিশলয় দুলে।
চারিপাশে আজ বিটপীর সাজ, নব আহ্লাদ প্রাণে;
জুড়াই এ হিয়া কর্ণ পাতিয়া কালো কোকিলের গানে।
শুভ ঋতুরাজে নব এক সাজে রাঙ্গিল কচি ডাল,
দখিনা দোলার ঊর্মি তোলার এক সজ্জিত কাল।
ঘোমটা খুলছে, পবনে দুলছে ঊর্ধ্বে কোরক তুলে;
শীতের অন্তে নব বসন্তে বৃক্ষ নুয়েছে ফুলে।
দূর দিগন্তে নব বসন্তে বায়ুর ফটক খুলে।।