'প্রেম, আগুন হলে শেষে-', যা ভাবতে-, অবাক লাগে;
প্রেম, এ বা কেমন বেশে! পা, বাড়ালে অনুরাগে-?
প্রেম, জানোতো আমার হৃদে! ঘা দিলেই হবো জখম,
তবু, বিঁধলে তুমি সিধে; না! হারাইনি কোনো সক্ষম!


আমি, বাড়িয়েছি দেখো হাত, তুমি পোড়ালেও মনভূমি!
দামি-, যা হলো-, তা সাথ;  'চুমি', আগুন, হলেও--- তুমি।


'এসো, মোমের হৃদে', এসো; এসে, বুকের দহন গলাও-!
বেসো,আমারে ভালোবেসো; শেষে, যদিগো আমারে জ্বালাও-!
সাথে! রাখতে হাত হাতে-, ডেকে,পোড়াও যদি গো মন!
রাতে; আমার সাথে সাথে, দেখে-, পোড়াবোও গোটা বন।


তুমি-, হও না আগুন রাজ! তাতে করলেও- আমায় ছাই!
আমি, তোমার আগুনে আজ, মেতে, গলেই যেতে চাই।