বড় হতে হতে, আমি এটুকুই জানলেম–
আটকানো যায় না; মৃত্যু অথবা প্রেম।
যে যাওয়ার ঠিক সে– যাবে একদিন,
তাই, তাদেরও সহজে চলে যেতে দিন।
জবরদস্তি করা মানে একদমই বৃথা,
আমি বিপরীতে। শপথে– ছুঁয়েছি গীতা।


ব্যতিক্রমে, যদি কিছুর সম্ভব হয়!
তাহলে আটকাতে যান কিছুটা সময়।