চাওয়া ভুলে যদি, পাওয়া ভুলে যদি- ভালোবাসা যায় সকলে
ধরাতল তবে- স্বর্গই হবে-, জীবনটা যাবে- আসলে ।
আসলে জীবন-, তোমারও মন- চাওয়া-পাওয়াতেই রত ।
তবে বলি ভাই-, সব কলিরাই- না বুঝে যদি অত
হেঁটে যেত । ওগো- ‘ভালোবাসা দেবো- সকলেরই প্রাণ মাঝে’
তবেই তো ভবে-, দেখা যেতো সবে- সূর্যও ঠিক সাঁঝে ।
‘জীবনটা সিকি-’ বয়ে যেতো নাকি- তবে কোনোদিন নকলে-?
চাওয়া ভুলে যদি, পাওয়া ভুলে যদি- ভালোবাসা যায় সকলে...।।


কেউ হোক, আর- কেউ নাও পার- করে যায় যদি এমনি-,
আমি কেন সাথে? দিনে ও রাতে-, আমি কেন থাকি তেমনই ?
আমিও আজ-! সব রেখে কাজ- চাওয়া পাওয়া দেবো উড়িয়ে,
আরে যদি ভাই- ‘কিছু করে যাই-’, বেঁচে যাবো, দেহ পুড়িয়ে ।
পেয়েছি জীবন- পেয়েছি এ মন-, একবার শুধু- কপালে,
চাওয়া ভুলে তাই, পাওয়া ভুলে তাই- ভালোবেসে যাবো সকলে...।।