চলতে চলতে-,
যে কথায় থেমে গেছো, বলতে বলতে।
সে কথাই- দাও বলে দাও,
আমাকে একটু তাকাও-!
আমি যে- ওপার যাবো ঢলতে ঢলতে।।
আজ, তুমি দাও বলে দাও, চলতে চলতে....।।


এতদিন কেমনে আছি মনকে জিঘাও-,
মন বলে আজ তোমাকে- ' দাও বলে দাও'।
সে কথা- শুনতে রাজি,
তুমি তো- মনের মাঝি!
ঢেউয়ের তালে যে তাই- দুলতে  দুলতে
আমি যে- ওপার যাবো ঢলতে ঢলতে-।।


জোছনা নয়তো যে আজ হারিয়ে যাবে,
তবুও হারিয়ে গেলে-, তাকেই পাবে!
তবে যদি- আমি হারাই
তবে যেন বলবে কারাই
নিজেকে পুড়িয়ে গেছে-, জ্বলতে জ্বলতে।
আজ তাই দাও বলে দাও - চলতে চলতে।।