হারিয়ে যাওয়ার ইচ্ছে হয়
আকাশ মেঘে ঢাকলে
গুড়গুড়াগুড় মেঘের ধ্বণি
ভীষণ জোরে ডাকলে।
সবুজ রঙা শষ্য ক্ষেতের
আলের পরে বাঁকলে...
অপরূপ ওই দৃশ্যখানা
বলো না কে আঁকলে!
হারিয়ে যাওয়ার ইচ্ছে হয়
আকাশ মেঘে মাখলে।


বৃষ্টি ভিজে ঘাস ফুলেরা
দিচ্ছে হাওয়ায় দোলা
পাতার উপর জমছে মণি
পৃথিবীরূপী গোলা।
অমলতাসের ভেজা হলুদ
গাছের গায়ে ঝোলা
অপরূপ ওই দৃশ্যখানা
দুই নয়নে তোলা।
বৃষ্টি ভিজে গাছ ফুলেরা
দিচ্ছে হাওয়ায় দোলা।


নাচছে ও মন মনের মতো
মনের পেখম তুলে
অবুঝ মনা ভিজছে কি-না!
পায়ের শিকল খুলে।
বটের শাখে এক শিশুমন
দোলনা দোলায় দুলে...
অপরূপ ওই দৃশ্যখানায়–
চোখ পড়েছে ভুলে।
নাচছে ও মন মনের মতো,
মনের পেখম ছুঁলে।