(উৎসর্গ:- বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর'কে।)


যে দীপ তুমি জ্বেলে গেছো, সে যে আজো- জ্বলজ্বল,
         কালো তাই আজ- চারিদিক,
         চিকচিক-, করে ঝিকঝিক,
গল্পে, গদ্যে, রকমারি পদ্যে-, তোমারই তো আলো ঝলঝল।


যে কথা তুমি লিখে গেছো, সে যে- আজো ইতিহাস,
         কত সাল আজ এলো গেল,
         তবু নয় কোনো এলোমেলো-,
তবু নয় তুমি- ঢেকে আছো, হয়ে আছো প্রীতি-হ্রাস!


চারিদিকে তাই- তুমি আর তুমি; দেওয়ালের শত বাণী-
         শেখাতে যে পারে- বোবাদের,
         প্রভু তাই- বলি আমাদের
কলমের বুলি- ফোটালে, তো তবে- গ্লানিটা দাও টানি !          


যে নাম তুমি রেখে গেছো-, সে যে- আজো জ্বলজ্বল,
         তোমার দেখা পাইনি যে আমি
         দামির চেয়েও- তুমি শত দামি;
চরণ ছুঁইনি, তাই বলে, আজ- চোখের কোণটা ছলছল।


যে দীপ তুমি জ্বেলে গেছো, সে যে আজো- জ্বলজ্বল।।