আসল কোথাও নাই
মুখোশ গুলো নকলে গড়া
যে দিকে তাকাই।
বলছি না তা ভুল
আপন করে ভালোবাসার
উপড়ে গেছে মূল।
নামেই মানুষ দেখি–
ভালোবাসার নামটি করে,
বাসছে ভালো মেকি।
অসুখ মনে তাই...
উপরে ভালো, ভেতরে ভেতরে
সুখেরা ছিনতাই।
আপন ছিলো যারা
বাসে না ভালো তেমনতর
নিজের স্বার্থ ছাড়া।


ভেতরে কালো কাক...
হয় না সাদা, যতই পরুক
রঙ-বেরঙের পোশাক।