'কবিতা' তুমি আসো
একটু পাশে বসো-,
জড়িয়ে ধরো
আদর করো,
একটু সোহাগে ভাসো।


কবিতা-, দূরে যাবে!
হয় বা সে- কি ভাবে ?
তোমার আমি,
আমার তুমি,
কোথায় এমনে- পাবে ?


হৃদয় শূন্য হবে- ;
মরে যে যাবো তবে!
বাঁচতে এসে-,
ভালোবেসে
মরতে কি চাই- ভবে ?


মরতে আমি চাই না,
তুমি আমার রাই না?
তবু বলি-
সঙ্গে চলি-;
তোমায় ভুলে যাই না।