*******
            পড়িলাম, শুধু পড়িলাম।
আমি, কাব্যে কত বা বিকিলাম-,  কৌশল বা কত শিখিলাম;
         তোমারই মাঝে- তবু নিজেকে বৃথা
            ভাঙিলাম আর গড়িলাম-।
পারিনি, যে কথা বলিতে-, আজ সে কথা তবু- লিখিলাম।
            পড়িলাম, শুধু পড়িলাম।
তোমার বাণী-, সে তো সবারই রয়েছে জানা,
আমি জানি-, তবু, আজও-, মনেতে না না
             শুনিলাম, শুধু শুনিলাম।
       কাননে যে আজ কত গড়াগড়ি-, কত ছড়াছড়ি,
কাব্য- মেখেছে অনেকে, অনেকেও করেছে জড়াজড়ি
           আমি বা কি- জড়িলাম?
            পড়িলাম, শুধু- পড়িলাম।