অল্প অল্প লেখন
বসে যাই যখন,
যাই ভাবি তাই লিখি
অন্যের করি না তো দেখাদেখি।
কবিতা, নাটক,গল্প
লিখেছি খুবই অল্প।
প্রশ্ন আমার জাগে
সবই লেখার আগে।
কবি হওয়ার স্বপ্ন আমার বহুদিনের
কি আমি হতে পারবো না একদিনের?


তাই আমি----
'কালি মাখা বল পেনে
বসে লিখি এক মনে'।
তাই আমি----
সারাদিন করি শুধু চেষ্টা
ওদেরই মতো হবো আমি শ্রেষ্ঠা।
এই আশা যদি আমার হয় পূরন
তবেই হাসি মুখে মৃত্যু, আমি করবো বরন।।