তারিখটা ঠিক হলো
চাঁদিকে দিয়ে ,
চাঁদ যাবে হানিমুনে
চাঁদিকে নিয়ে ।

দিনক্ষন ঠিকঠাক
কোথায় যাবে তারা ?
সঙ্গে যাবে ক'টি চাকর
যাবে বা কারা ।

এই নিয়ে চাঁদির কাছে
চাঁদ এসে বলল;
যাবো তো আমরা দুজন
তারা কেন চলল !

এই নাও তোমার আমার
টিকিট দু খানা ,
টিকিট তাদের আনা নেই
করে দাও মানা ।

জিনিস গুলো গুছিয়ে নাও
যা যা আছে ,
পরে আবার ভুলে গেলে
নেই আমি পাছে ।

চলো চলো! কাল বাদে
যাবো সিঙ্গাপুরে ,
দুজন মিলেই কাটুক বছর
ওই অচিনপুরে ।