সবাই মিলে চলতে লাগে
কেউবা পিছে কেউবা আগে,
হাওড়া থেকেই দুই কিমি
বিদ্যা-সেতুর সেই ভূমি ।


হুগলি নদীর ঠিক উপরে
অবস্থিত হাওড়ার ধারে ,
ঝুলন্ত এই মাকুর মতো
ঝুলেই আছে অনবিরত ।


পন্ডিত ওই "বিদ্যাসাগর"
নাম অনুসারে নামাকর,
তাইতো আজ এটি প্রথম-
ভারতের ও এশিয়ার বৃহত্তম !  


প্লুটো নেপু দেখেই দুজন
ভাবতে লাগে জানার প্রয়োজন !
আরো থেকে আরো তথ্য
আছে ইতিহাস আরো যত্ত ।


বলতে লাগে ঋতম সবি--- ,
আরো দেখায় , পুরনো ছ'বি ।