নদী পেরিয়ে যখন বনে--
কি  আনন্দ সবার মনে ,
একে একে নিজে নিজেই
আপন মনে করবে কি যেই !

এই ভেবেই , -টুক তাকানি
মুচকি হাসির সেই দেখানি
ধীরে ধীরেই বাড়তে লাগে
আপন মনেই নিজের লাগ্গে ।

চারিদিকেই সবুজ  সবুজ
মনটা যে তাই অবুজ  অবুজ ,
বাঁধন হারা মনের দ্বারেই
ফিরছে বিকেল নদীর ধারেই ।

সূর্য্যি ডোবে  নদীর পারে--
বলাকার দল ফিরছে ঘরে ,
চারিদিকেই পাখির ডাক
লাগছে যেন নতুন 'রাগ' ।

হালকা শিশির ভেজা ঘাসে
ঘাস ফুলেরা দেখেই হাসে ,
আপন মনে দলে দলে
যখন সবাই মাড়িয়ে চলে ।

ডাক যে এল শঙ্খধ্বণির
প্লুটো নেপুর আগমনির--- ।