( এই কবিতাটি ওদের জন্য লিখলাম- যারা খুবই দুষ্টুছেলে , যারা খুবই খারাপ ছেলে কিংবা যারা মা বাবার কাছে বেকার ছেলে হিসাবে পরিচিত , যারা কাজে কর্মে অর্কমন্য , যারা সারা দিন মার খায় , বকুনি খায়, এমনকি পড়াশুনায় একদম ভালো নয়, এবং তাদের কেই  উৎসর্গ করলাম । কারন , ওরা আসলে খারাপ নয়  । ওরা -খুবই ভালো ছেলে । তাই- )

*****
**********

পাড়া পড়শির মস্তানিরা
এই-যে দেখো , দুষ্টুমিরা
         তোমার আজকে এমন দিনে-
চুপ’টি করে থাকলে হবে !
বলো তোমরা শিখবে কবে ?
            বা, কবেই নেবে চিনে ?

ডাকছে দেখো –ওই ঘোলাটে
কিংবা দেখো -ওই নীলাটে,
          তবে, আবার কেন গোমরা !
এর মানে-টা সবাই জানে-,
চেয়েই দেখো আকাশ পানে !
           আজ, তুমি কিংবা তোমরা ।

যাবো মোরা আকাশেতে-
ফিরবো না আর এই জগতে ,
                 মুড়বো না আর পাছে ,
তোমরা তবে কেউ জানো না !
আকাশ পানে চেয়ে দেখো না !
           তোমার,‘ সেথায় সবই আছে ’ ।

যখন তোমার হাসি পাবে !
হাসির বন্ধু অনেক পাবে
          তুমি হাসতে যদি চাও !
'মেঘ বালিকা', খেলার সাথী-
হবেই তোমার চিরোসাথী,
         যদি , দুঃখ ভুলে যাও ।

এত দুঃখ-  লুকিয়ে রাখা !
দেবো যে আজ দুইটি পাখা
        তোমরা, উড়েই চলো সেথা ,
ভোরের আকাশ , শান্ত বেলা-
আর করো না হেলাফেলা
             চলো, স্বর্গ সুখ যেথা  ।

রইবো না আর মিছে মিছে
জগৎ-খানা বদলে গেছে-
          মোরা যাবোই আকাশ পানে ,
সন্ধ্যা তারা জাগার আগে -
নিত্য নতুন ছন্দ রাগে
          আবার , রইবো গানে গানে !