(গীতিকবিতা)


আজ জগত জুড়ে তোমারই সুরে
      হচ্ছে কত শোরগোল,
আজ মনেরই ঘরে তোমাকে পুরে
      করছি তবুও গোল গোল  ।
আমি পেলেই পাই- মান অপমান,
     হবো না তবু আমি ধাবমান ।
আমি ভাঙ্গবো না গো কোনো দিনই
              আমার মনোবল  ।
  তবু, পেতেই তাকে এই বোশাখে
           আমি হব না দুর্বোল   ।।


আমায় বলছে অনেকে-, আমিই নাকি
             আস্ত একটা পাগোল,
আমার, বয়েই গেল ! তবুও আমি-,
          আজকে হবো গো পাগোল  ।
আজ, আসুক শত আমারই পথে
      লাল ঝড়-টর একই সাথে,
  তবুও-,  পেতেই তাকে এই বোশাখে
         হবোই হবো পাগোল...।।

আজ জগত জুড়ে তোমারই সুরে
      হচ্ছে কত শোরগোল,
আজ মনেরই ঘরে তোমাকে পুরে
      করছি তবুও গোল গোল...।।