ভুল করে আজ যদি ফোটে ফুল
    তবে ভুল হোক,
ভুল করে আজ যদি ভাঙে ভুল
    তবে ভুল হোক |
ভুল করে আজ যদি
বিপরীতে বয় নদী
    তবে, নয় শোক |
ভুল করে আজ যদি ফোটে ফুল
    তবে ভুল হোক ||


এ মনের খোলা ঘরে কেউ এসে-,
     আজ বসবে যে-,
তাই মন সব সয়ে-, সব শেষে
     ভালোবাসবে যে |
  তাই মন গান গেয়ে
  সব কিছু দেখে চেয়ে
      কাছে ডাকবে যে- |
তাই আজ সব শেষে- সব সয়ে,
      ফের- ভুল হোক ||