ওগো- রূপসী বালা
সেই ফুলে গাঁথবে মালা,
যেই ফুল- তোমার কাননে ফুটেছে,
যাতে গন্ধ ঢালা ,
যাতে না আছে তালা ,
যেই ফুলে- ভোমররা হঠাত জুটেছে ।।

সেই মালা কিনতে যদি
দামে লাগে বাঘেরও দধি,
তবু আমি নিরবধি-
বনে যাবো,
           একা, যদি-
সেই বনে- হাজারো মৃত্যু ঘটেছে ।।

সেই মালা পেলে জানি
ভেঙে যাবে সব গ্লানি,
তাই আমি- প্রাণখানি
দখিনাতে-,
           রাখি, রানি
বারে বারে- যাতে এ হৃদয় লুটেছে ।।

সেই মালা তোমারই গলে
বসে আছি- পরাবো বলে,
যাতে আছে ভাষা ছলে
ভালোবাসা,
            গাঁথো তুলে-
যেই ফুল-, তোমার ওই কাননে ফুটেছে ।।