নাম না জানা ফুলের গন্ধে
তুলনাহীন- এক নুতন ছন্দে
আকাশ-বাতাস, সাগর-পাহাড় খুব মেতেছে...।।
তাদের আমি সঙ্গী বলে-
কোমল এ হৃদয় প্রতিটি পলে
তাদেরই মাঝে- এই শরতে সাথ পেতেছে ।।

মন তাই যায় যায় যায় যায়- যায়,
অজানা পথেই-, অজানা ফুলের গন্ধে হারায় ।।
-ওই না পাওয়া, ফুলের মুধু খাওয়া
মৌমাছি যত সব ঠিক জুটেছে !
তাদের আমি সঙ্গী বলে-
কোমল এ হৃদয় প্রতিটি পলে
তাদেরই মাঝে- এই শরতে সাথ পেতেছে ।।

কোলাহল শুনে আরো- তারারা তারায়
অজানা পথেই-, অজানা ফুলের গন্ধে হারায়  ।।
-ওই মেঘে ঢাকা রত তারারা যত
আড়ালকে দূরে রেখে ঠিক ফুটেছে  !
তাদেরই আমি সঙ্গী বলে-
কোমল এ হৃদয় প্রতিটি পলে
তাদেরই মাঝে- এই শরতে সাথ পেতেছে ।।