যখন, কবিতা হওয়ার আগে
কাউকে হঠাৎ ভালো লাগে,
   তখন-, লেখার শব্দ গুলো
জানি না, ছোটে কাদের বাগে ।

যে বাগে আমার যাওয়া মানা,
সেখানে- শব্দের শত ছানা !
     কবিতা উলঙ্গ তখন দেখি-;
যখন, শব্দরা- করে না না  ।

বাগের- মালিকে তাই জিগাই
আমি কেন গো- গাছ লাগাই ?
    কবিতার- বীজ বা কেন বুনি ?
যখন, শব্দের নেই লিঘা’ই !

তবু-, কবিতার এই পাড়ায়
জানি না- শব্দ যখন হারায়;
       তখন, ‘শব্দরূপী’ গোপনে-
আমায়,  দুইটি হাত বাড়ায় ।

তখন-,
       কবিতা হওয়ার আগে,
কাউকে হঠাৎ ভালো লাগে !