তুমি খুলেই এসো দুল,
   আমের মুকুল গুঁথেই দেবো;
তুমি বেঁধেই এসো চুল-,
   আমি- বকুল গুঁথেই দেবো।
      
চোখে- কাজল লাগিও না,
   আমার, চোখের তারায় হবে,
ভীষণ লাজুক হইও না-,
   মিলন- কেমনে তবে হবে ?


কপাল- খালি রেখেই এসো,
   আমার- হাসি টিপের পাতা,
তুমি- কাছেই এসে বসো;
   লাগুক-, মাথার সাথে মাথা।


ঠোঁট থাকুক বিনা রঙেই-,
   তাতে-, রামধনুটা দেবো,
এসো, পুরানো সেই ঢঙে-,
   যাতে, সুচিত্রা করে নেবো!


দেখো, গাঁথা বকুল মালা,
   দেখো- সেও জানায় না,
তাই, রেখোনা হাতে 'বালা'-;
   ‘তোমায়- ওতে মানায় না’।