তোমাকে দেখেছি, অপলক চোখে,
     তোমাকে দেখেছি ঘুমে;
ভালোবাসা, যেটা- বুঝিনি আগে;
     বুঝেছি, এখন চুমে ।
আমার, জেগেও তুমি-, ঘুমেও তুমি,
আমার, ফসল ফলানো আবাদি জমি    
নিজেকে যেখানে- একদিন আমি
        দেখেছি, ভীষণ- ঝুমে ।
ভালোবাসা, যেটা- বুঝিনি আগে;
     বুঝেছি, এখন চুমে ।


চোখের তারা তাইতো আমার
              দিনে ও রাতের ভাঁজে
বকুল ফুলের- মালা গেঁথে
            রেখেছে- হৃদয় মাঝে ।
বলি, জাগাতে এসো-, ঘুমেতে এসো;
বলি, সেই অপলক চোখেতে এসো;
নিজেকে যেখানে-, হয়ত আমি
      সাজাবো, ভীষণ ধুমে !
ভালোবাসা, যেটা- বুঝিনি আগে;
     বুঝেছি এখন- চুমে ।