তুমি হাসলে পরে- হাসে আপনজনা,
তুমি হাসলে পরে- হাসে শিশির কণা।
মন ভরে ওঠে-,   আরো, কাছে ছোটে
     আরো, হয় আনমনা;
তুমি হাসলে পরে- হাসে বালুরকণা।
তুমি হাসলে পরে- হাসে আপনজনা।।


তুমি হাসলে পরে- দেখি মৌমাছি সব,
ফুলে ও ফলে- জোড়ে মধু কলরব।
বড় ভালো লাগে-, কলি, যদি বাগে
      দেখি, গন্ধে বোনা;
তবে ফুলে ফুলে- হবে মালা যে গোনা।
তুমি হাসলে পরে- হাসে আপনজনা।।


তুমি হাসলে পরে- দেখি রাতের কালো
নিমেষেতে ঘুঁচে- ফোটে চাঁদের আলো।
তবু বেড়ে ওঠে-, রাতে তারারা ফোটে
       ঝরে 'ফুল-জোছনা';
তুমি হাসলে পরে- হাসে চাঁদনি সোনা।
তুমি হাসলে পরে- হাসে আপনজনা।।