(১)
আকাশেতে শতশত তারাদের কত না খুঁজি,
তারারাও আমাদের মতো– পথ হারা বুঝি!


কোন কালে দেখেছিলেম– একটি সে তারা,
পথ ভুলে জানি না সে কোথা হলো হারা...


(২)


পথে তার– পথ বলে দেয়
যেতে তার হবে কোনদিকে।
মিলনের বিপরীতে হাঁটে...
বার বার ঠেলে সন্ধিকে।
বিরহ এমনি আসে না তাই,
তেলে জলে মেশাটাই ছল
বারবার ভুল ভাবি, এই–
আগুনের দোস্ত হয় জল।
পথে তার পথ বলে দেয়
যেতে তার হবে কোনদিকে।
মিলনের বিপরীতে হাঁটা...


কে বা চায়– প্রিয় বন্দীকে?


(৩)
যত দূরে যাও, যাও, তার চেয়ে, তারও চেয়ে...
শেষে তুমি আমাকেই পাবে।
যদি না চাও, যদি না নাও, তবে জেনো–
ওপথে তুমি শূন্যই কুড়োবে।