বাঁচবো অনেক-, মন করছে,
        আছেও অনেক চাওয়া,
তবু, সকাল আমার- হাওয়া !

আর, "রাত নেমেছে দুপুরে"-,
তাই, কালোয় জীবন ছাওয়া ।

সকাল তবে কোথায় আমার ?
কোকিল- কেন নেই ?
          ভাবতে গেলাম যেই-

"মড়ার আবার জীবন থাকে" ?
হারিয়ে গেলাম তাই...!

বিকেল না হয়- নাই বা দেখি
   নাই বা দেখি সুখ ওরে,
দুখের মাঝে সুখের আশায়
রাত তো নামে দুপুরে !

'হয়ত আমি এটাই'-,
বেঁচে থাকার মাঝে;

তবু জীবন সাজে-,
নিজের মতো বাঁচতে শেখে-,
আর, শেখায়, সকল'কে যে... ।