ধরাতলে- দুই মুঠো খাবারের বলে,
কতশত মানবেরা শহরের কোলে-
ছুটে চলে-, রাত আর দিন এক করে ।
আলতো হাসিতে তারা- যায় হৃদ ভরে।
দুঃখ তবুও- থাকে, প্রতিটি ঠোঁটে-,
দীন যায় তবু, ওগো- দিনে যা জোটে ।
বিরাম নাই, তবু- জোটে সন্ধ্যে হলে-,
ধরাতলে- দুই মুঠো খাবারের বলে ।


আমিও তাদেরই- একজন বটে,
দেখি যা- আঁকি তা, এই চিত্রপটে ।
জানি, ফের যাবো চলে- সেই প্রিয়স্থানে
যেখানে মা, বাবা- বলে কানে কানে
‘কতদিন খোকা তোরা যাবি দলে দলে-
ধরাতলে- দুই মুঠো খাবারের বলে’?