স্মৃতিরা স্মৃতির সাথে- করছে বড়াই,
আজকে ভীষণ মনে পড়ছে যে তাই।
মনে পড়ছে তাই-  শেষের এ দিনে,
ঋণের বোঝা, বুঝি- জমেছে ঋণে!


কাজ হত সকলই-, সকালেই সারা,
তারপর কবিতায়- হৃদয় যে হারা।
কি হবে, কি না হবে, তা নিয়েই লেখা,
কখনো বা আগেকার- দিনে ফিরে দেখা।


এমনি করেই প্রহর কেটে যেত কত
প্রেমের খেলার মাঝে দিন ছিল যত।
সখী তার শাখা দুই ভার করে এলে-,
আজকের দিনে তা- সবই যেত মিলে।


মনে পড়ছে তাই,  বুক 'এক হওয়া',
মিলনের নেশাতে তরী বেয়ে যাওয়া।
ঠোঁটের মিল আর এলোমেলো চুলে
হাতখানা কখন যে- ফেসে যেত ভুলে।


জানা কি ছিল তবে সব কিছু জিনে-!
এমনটি বার আর- আসবে না ঋণে?
তাই আজ বার বার, মনের কোণে
পড়ছে মনেতে শুধু- ’আপনজনে’।


স্মৃতি গুলো, যেন আজ চোখের তারায়
শেষ এই শনিবারে আমাকে মাড়ায়।
বলে যেন-, ‘বিদায়’ এই লগনক্ষণে,
তাই আজ সদাই যে বলছি, মনে-


কতদিন তো গেছে-; তবু বার বার
ফিরে আর আসবে না-, এই শনিবার।
কতদিন তো গেছে-, তবু, গলে হার
ফিরে নিয়ে আসবে না; আর শনিবার।


24/6/2017
শনিবার, হরিয়ানা