আগুন পোড়ায় যতটা আমায় কভু
তার চেয়ে– পোড়াও তুমি বেশি,
পুড়েছি আর হয়েছি ছাই, তবু–
মারতে আমায় পারোনি এলোকেশী।


এক জনমে মরণ একটি বার
সে হিসাবটি রাখতে তুমি পারতে,
বার বার বা মৃত্যু হয় কার...
মরার পর কে বা পারে মারতে!


তাই বিধাতা আমার কাছে প্রভু,
গজিয়ে তোলে শরীর জুড়ে পেশি
পুড়েছি আর হয়েছি ছাই, তবু–
মারতে আমায় পারোনি এলোকেশী।