ইতালিয় কবি ও কাব্য:
×জাকোমো দা লেন্তিনি: তের শতকের কবি।যাকে সনেটের উদ্ভাবক বলে ধরা হয়।


× গুইদো কাভালতিনি (১২৫৫-১৩০০): তাসকানিয় কবি। যাকে আনন্দবিলাস আন্দোলনের (the Dolce Stil Novo movement.)গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ভাবা হয়।


×দুরান্তে দেইলি আলিগিয়েরি বা দান্তে (Dante) (১২৬৫ - ১৩২১):তিনি ছিলেন এক বিখ্যাত ইতালীয় কবি। দান্তের জন্ম ইতালির ফ্লোরেন্সে। তার পরিবার তেমন একটা বিত্তশালী না হলেও অভিজাত হিসেবে পরিচিত ছিল। ব্রুনেত্তো লাটিনি এর কাছে তিনি ক্ল্যাসিক্যাল লিবারেল আর্টস এর জ্ঞান লাভ করেন। এর মধ্যে ল্যাটিন এবং গ্রিক ভাষা সংক্রান্ত জ্ঞানও ছিল। এরপর তিনি তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ " দ্য ডিভাইন কমেডি" (Divina Commedia) রচনা শুরু করেন। উল্লেখ্য যে বইটি রচিত হয় স্থানীয় ভেনেশিয়ান কথ্য ভাষায়। এই গ্রন্থ টি তিন খন্ডে বিভক্ত এবং এখানে চার্চ এবং সমসাময়িক বিখ্যাত ঘটনা এবং ব্যক্তিবর্গের প্রতি ব্যাঙ্গাত্মক বিদ্রূপ স্থান পেয়েছে। তার কিছু রচনা হলো- লা ভিতা নভা (নতুন জীবন),দে মনার্কিয়া ইত্যাদি।


×