জিন যখন বিমানে চড়ে লন্ডন যায়
কথা বলতে সেলুলার লাগে
তখন আমরা কিছু বলি না
জিন যখন মানুষের পকেট কাটে
বসতের জন্য ঘর বাড়ি লাগে
বিলাসবহুল গাড়ি থাকে
তখনও কিছু ভাবি না!
শেয়ার বাজারে তার ফাঁদ
দরবেশের কাঁধে ভর হয়ে
সর্বস্বান্তের আহাজারিতেও নিশ্চুপ


পদ্মাসেতুতে তার বিশাল কর্মযজ্ঞে
আমাদের কঠোর আপত্তি।
চিন্তার চোখ খুলে যায়
ভাবনার দুয়ার অবাধে
কিছু জল ঢুকে যায়....


নীতির দাফনের পর
সে হয়ে ওঠে সর্ববাহী
সবকিছুতেই প্রবল ক্ষমতায়
বাতাসের উপর সওয়ার হয়ে
সকল আত্মায় নিরঙ্কুশ বিজয়ী।


বি.দ্র> জিন-জ্বীন-জীন